দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হুগলী গ্রামীণ পুলিশ জেলার জাঙ্গিপাড়া থানায় অনুষ্ঠিত হয়ে গেল শিশু সুরক্ষা, স্বচ্ছতা এবং সমাজকল্যাণ মুলক অনুষ্ঠান।
এদিনের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামানাশিস সেন(IPS) ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায়। পাশাপাশি ছিলেন SDPO চণ্ডীতলা শ্রী তমাল সরকার। এছারাও ছিলেন আঁটপুর রামকৃষ্ণ মঠের স্বামী বশনন্দ মহারাজ, যাদের উপস্থিতির মাধ্যমে থানার *ডিজিটাল ই-মালখানা* সহ *নবপ্রতিষ্ঠিত শিশু-বান্ধব কর্নার ইউনিট* এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল।
পুলিশ ব্যবস্থার মধ্যে একটি শিশু-বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই শিশু-বান্ধব কর্নার ইউনিট স্থাপন করা হয়েছে বলে জানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজীর আলি। ডিজিটাল ই-মালখানা চালু করা তদন্তের সময় যে সমস্ত জিনিসপত্র সিজ করা হয় সেই সম্পত্তির আধুনিকীকরণ, জবাবদিহিতা এবং বৈজ্ঞানিক রেকর্ড ব্যবস্থাপনার দিকে একটি বড় পদক্ষেপ বলেই মনে করছে পুলিশ মহল।
এই কর্মসূচির পাশাপাশি জাঙ্গিপাড়া থানার, সমস্ত সিভিক ভলান্টিয়ার্সদের মধ্যে মোট ২৫৫টি হেলমেট বিতরণ করা হয়, নিরাপদ ড্রাইভিং এবং ট্র্যাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে এদিনের অনুষ্ঠানে। এছাড়াও, শীত মৌসুমে এলাকার দরিদ্র মানুষদের সহায়তা প্রদানের জন্য প্রায় ২০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় সাধারণ মানুষ এবং পুলিশ কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সমাজকল্যাণের প্রতি অঙ্গীকারের মাধ্যমে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে।

















