দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ চূড়ান্ত হয়ে গেল। ভারত থেকে এই প্রতিযোগিতায় খেলবে মোহনবাগান এবং এফসি গোয়া। গ্রুপ ‘ডি’তে গোয়ার সঙ্গে রয়েছে আল নাসের। অর্থাৎ, ভারতে খেলতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুলনায় সহজ গ্রুপ পেয়েছে সবুজ-মেরুন শিবির।
৩২টা দলকে আটটা গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘সি’তে রয়েছে মোহনবাগান। তাদের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমেনিস্তান আহাল এফসি। গ্রুপ ‘ডি’তে এফসি গোয়া, আল নাসের ছাড়া রয়েছে ইরাকের আল জ়াওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোল।
গোয়া এবং আল নাসের একই গ্রুপে থাকায় রোনাল্ডোর ভারতে খেলতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হয়। গোয়া যেমন আল নাসেরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, তেমনই সৌদির ক্লাবটিকেও ভারতে খেলতে আসতে হবে। তবে সেই দলে সিআর সেভেনের থাকা নিশ্চিত নয়। যুক্তি অনুযায়ী, রোনাল্ডো নাকি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। ক্লাব কর্তৃপক্ষ তাঁকে বাধ্য করতে পারবেন না। চুক্তির এই শর্ত সত্যি হলে, রোনাল্ডোর ভারতে খেলতে আসা নির্ভর করবে তাঁর ইচ্ছার উপর। ফলে ভারতে পর্তুগিজ অধিনায়কের খেলতে আসার একটা সম্ভাবনা থাকছেই। এ ব্যাপারে আল নাসের কর্তৃপক্ষ অবশ্য সরকারি ভাবে কিছু জানাননি।
তবে কলকাতার ফুটবলপ্রেমীরা রোনাল্ডোর খেলা মাঠে বসে দেখতে পাবেন না। গোয়া নিশ্চিত ভাবেই ঘরের ম্যাচগুলো গোয়াতেই খেলবে। রোনাল্ডো না এলেও আল নাসেরের হয়ে খেলতে ভারতে আসতে পারেন সাদিও মানে, ফেলিক্স, ইনিগো মার্টিনেজ়ের মতো ফুটবলারেরা।
আইএসএল লিগ শিল্ড জেতার সুবাদে গত বছরও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এ সরাসরি খেলেছিল মোহনবাগান। তবে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে খেলতে যেতে রাজি হয়নি মোহনবাগান। তাতে স্বপ্নভঙ্গ হয় সবুজ-মেরুন শিবিরের। সুপার কাপ জেতায় যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। এ বার যোগ্যতা অর্জন পর্বে খেলে গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে এফসি গোয়া।