দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান। পাকিস্তানি নেসার কনভয় লক্ষ্য় করে হামলা। IED বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হল পাক সেনার কনভয়। তাতে ১২ জন পাক জওয়ান মারা গিয়েছেন বলে খবর। এই হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন Balochistan Liberation Army (BLA), যারা পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছে। (Balochistan News)
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাতে Operation Sindoor নিয়ে এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাত চলছে পাকিস্তানের। সেই আবহেই বালুচিস্তান নিয়ে নতুন করে বিপত্তি বাড়ল তাদের। বুধবার সকালে সেখানে সেনার কনভয় উড়িয়ে দেওয়া হল। পাকিস্তানি সেনাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, IED বিস্ফোরণ ঘটিয়ে Balochistan Liberation Army সেনার কনভয় উড়িয়ে দিয়েছে। বালুচিস্তানের কাচ্চি জেলার মাচ এলাকায় এই হামলা হয়েছে। (Pakistan News)
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, যে ১২ জন পাক জওয়ান মারা গিয়েছেন, তাতে শামিল রয়েছেন স্পেশ্যাল অপারেশন্স কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুখ। যে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।