দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জ়েরুজ়ালেমের ভয়াবহ দাবানল বুধবার থেকে জ্বলতে শুরু করেছে পাহাড়ের বনভূমিতে। দ্বিতীয় দিনে আগুনের লেলিহান শিখা দ্রুত এগিয়ে আসছে জ়েরুজ়ালেম শহরের দিকে।
ইতিমধ্যেই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বন্ধ করে দেওয়া হয়েছে জ়েরুজ়ালেম-তেল আভিভ হাইওয়ে-সহ বহু রাস্তা। এই পরিস্থিতিতে বুধবার বাতিল হয় স্বাধীনতা দিবসের উদযাপন।
জোরালো বাতাস ও শুকনো আবহাওয়া ভয়াবহ আকার নিয়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে নামানো হয়েছে ১৫টি হেলিকপ্টার। ফাঁকা করে দেওয়া হয়েছে বহু লোকালয়।
প্রশাসন সূত্রে খবর, জ়েরুজ়ালেমের তিন হাজার একর বনভূমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন ছড়িয়েছে ৫ হাজার একর জমিতে।
ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার গতিতে এগোচ্ছে আগুন। আগুন আয়ত্তে আনতে কাজে লাগানো হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টারও।
বহুদূর থেকে দাবানলের শিখা দেখা যাচ্ছে। রাস্তায় গাড়ি, মোটরবাইক ফেলে দৌড়ে পালাচ্ছেন লোকজন। ইতিমধ্যেই ধোঁয়ায় শ্বাসকষ্ট হতে থাকা ২৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আগুনে জখম হয়েছেন দমকলের ১৭ জন কর্মীও।
ইজ়রায়েলের এই বিপদে সাহায্যের আশ্বাস দিয়েছে প্যালেস্তাইন। কিন্তু প্যালেস্তাইনের সাহায্য ইজ়রায়েল নেবে কি না, তা জানা যায়নি।
বুধবার ইজ়রায়েলের স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন শহরে অনুষ্ঠান পালনের কথা ছিল। দাবানল ছড়িয়ে পড়তেই জ়েরুজ়ালেম-সহ ইজ়রায়েলের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা হয়েছে।
জ়েরুজ়ালেমের দমকল দপ্তরের এক কর্তা জানিয়েছেন, প্রতি সেকেন্ডে আট মিটার গতিতে এগোচ্ছে এই দাবানল। ইজ়রায়েলের ইতিহাসে এতবড় দাবানল দেখা যায়নি, দাবি দমকলের ওই কর্তার।