দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ১৩ বছরের এক কিশোরীকেকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। হাওড়ার বালির নিমতলা এলাকার ঘটনা। সোমবার অভিযুক্ত ওই পাষন্ড যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সুকুর দাস ওরফে চিংড়ি। অভিযুক্ত যুবক সুকুর নির্যাতিতা কিশোরীর প্রতিবেশী। বাড়িতে ওই কিশোরীর বাবা-মা না থাকার সুযোগে সুকুর তাদের বাড়িতে ঢোকে। এরপর গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখিয়ে ওই কিশোরীর ওপর পাশবিক অত্যাচার চালায়। কাউকে বললে তাকে প্রাণনাশেরও হুমকি দেয় সে।
এরপর কিশোরীর পরিবারের সদস্যরা বাড়িতে এলে সে কান্নাকাটি করতে থাকে। তার প্রচন্ড পেটের যন্ত্রণা শুরু হয়। অসুস্থ হয়ে পড়ে সে। তার মা জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পড়ে সে সমস্ত ঘটনা বলে দেয়। এরপরই কিশোরীর পরিবারের পক্ষ থেকে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ধর্ষণের অভিযোগে পকসো আইনে পাষন্ড যুবককে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা করিয়ে তার গোপন জবানবন্দী নিয়েছে পুলিশ। ঘটনার পুলিশি তদন্ত চলছে।






















