দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিভিসি বোরো চাষের জল ছাড়তেই হাওড়ার উদয়নারায়নপুরে পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে চাষের জমি প্লাবিত। এখনো মাঠে আলু রয়েছে। আচমকা জলমগ্ন হয়ে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের।
গতবছর সেপ্টেম্বরের বন্যায় হুগলির চিংড়া পঞ্চায়েতের বলাইচকে মুণ্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙেছিল। অভিযোগ সেই বাঁধ ভালোভাবে বাঁধা হয়নি।এখন বোরো চাষের জন্য জল ছেড়েছে ডিভিসি। সেই জল এসে পৌঁছতেই বলাইচকে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয় এলাকায়।সেই জলে প্লাবিত হয় উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি। এই সময় মাঠ থেকে আলু তুলছে চাষিরা। আচমকা ঢুকে জলমগ্ন হয়ে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষিরা।প্রায় ৫০০ বিঘা জমির আলু এবং ২০০ বিঘা জমির ধান চাষ জলের তলায়।উদয়নারায়ণপুর মূলত কৃষি প্রধানত এলাকা। কয়েক হাজার হেক্টর জমিতে ধান সহ শীতকালীন সবজি চাষ হয়। চাষের উপরেই জীবিকা নির্বাহ করে কয়েক হাজার মানুষ।আচমকা জল ঢুকে প্লাবিত হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন্যার ফলে এমনিতেই চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। ফের নতুন করে ক্ষতির মুখে পড়ায় কার্যত দিশেহারা কৃষকরা।
উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন বলেন, এই সময় মাঠ থেকে আলু তুলছে চাষিরা। আচমকা জল ঢুকে পড়ায় পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের একাংশ ধান ও আলু চাষে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। চাষিরা যাতে আতঙ্কিত না হয়ে পড়ে সেই দিকে আমাদের নজর রয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সব রকম সাহায্য করা হবে বলে তিনি জানিয়েছেন।






















