দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্কুল ক্যাম্পাসে অশ্লীলতার অভিযোগ! গভীর রাতে ছাত্রীকে হোয়াটসঅ্যাপ মেসেজ, তোলপাড় পূর্বস্থলীর বিদ্যালয়
পূর্বস্থলী: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ে তিন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে এক ছাত্রীকে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিলেন স্কুলের এক শিক্ষক। শুধু তাই নয়, স্কুলেরই তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ ও “ব্যাড টাচ”-এর অভিযোগ উঠেছে।
এই ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার বিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। টানা ঘন্টার পর ঘন্টা চলে প্রতিবাদ, উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীদের দাবি ছিল অভিযুক্ত শিক্ষকদের শাস্তি ও টিচার ইন চার্জ (TIC)-এর পদত্যাগ। শেষ পর্যন্ত স্কুল পরিচালন কমিটির সভাপতির হাতে স্কুলের চাবি তুলে দিয়ে TIC পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এরপরই ধীরে ধীরে বিক্ষোভ প্রশমিত হয়।
অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই দিকেই তাকিয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা।
গভীর রাতে শিক্ষক-ছাত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাটের কিছু স্ক্রিনশট