দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুরফুরা শরিফের রাজনৈতিক সমীকরণ কি বদলে যেতে চলেছে? সোমবারের পর মঙ্গলবারও ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাসেম সিদ্দিকি এবং নাজিমুদ্দিন হোসেনকে একসঙ্গে দেখা গেল।
সোমবার এই দুই মূর্তিমানকে দেখা গেছিল ফুরফুরার মঞ্চে। তবু তা সঙ্গত ছিল। কিন্তু কলকাতা পুরসভা আয়োজিত ইফতার পার্টির মঞ্চে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কাসেম সিদ্দিকিকে দেখা গেল, তখন কৌতূহল আর বাধ মানতে চাইল না। মঞ্চের ফ্রেমটাই যেন রাজনৈতিক ভাবে অর্থবহ। মুখ্যমন্ত্রীর ডান দিকে বসে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আর তাঁর বাম পাশে কাসেম সিদ্দিকি ও নাজিমুদ্দিন হোসেন। গোটা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত দু’জনকে কথা বলতে দেখা গেল। কাসেমই ডান দিকে ঝুঁকে বেশিরভাগ সময়ে বলে যাচ্ছিলেন। আর মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে দেখা যাচ্ছিল।
একসময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ইফতার পার্টিতে দেখা যেত ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকিকে। যদিও সোমবারের পর থেকে ত্বহার সঙ্গে মুখ্যমন্ত্রীর দূরত্বের ছবিটা আরও স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে। ফুরফুরায় মুখ্যমন্ত্রীর ইফতার পার্টি শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে যান ত্বহা। এমনকী নাম না করে কাসেমকে বিঁধেওছিলেন তহ্বা।
তার ২৪ ঘণ্টার ব্যবধানে পার্ক সার্কাসে ফিরহাদ হাকিমের ইফতার পার্টিতে সারাক্ষণই মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল কাসেম এবং নাজীমুদ্দিন কে। তাহলে কি ফুরফুরার সমীকরণ বদলাচ্ছে? ত্বহার প্রভাব কমিয়ে উদীয়মান পীরজাদাদের কাছে টানতে চাইছে মমতা ব্যানার্জী? এই সব কিছুই এখন মেলানোর চেষ্টা করছেন পর্যবেক্ষকরা।