দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা ভোটে কত আসন জয় লক্ষ্য তৃণমূলের? টার্গেট নির্ধারণে একই সুর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। অনুষ্ঠানের শুরুর দিকে দলের ‘সেনাপতি’ জানিয়েছিলেন, অন্তত ২১৫ আসন জেতার লক্ষ্যে ঝাঁপাতে হবে দলীয় নেতা-কর্মীদের। বক্তব্যের শেষের দিকে সেই একই সুর শোনা গেল মমতার গলায়। জানালেন, অভিষেক যা বলেছে সেটাই সঠিক।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো আগেই বলেছিলেন, ছাব্বিশের লোকসভা ভোটে দুই-তৃতীয়াংশ আসনে জিতে চতুর্থবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা মঞ্চ থেকে সেই লক্ষ্য আরও বাড়িয়ে দিলেন দলীয় ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “অন্তত ২১৫ আসনে জিততেই হবে। ২০২১-এর থেকে একটা হলেও আসন বাড়াতে হবে।
বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়ব না।” তিনি যে একটুও বাড়িয়ে বলেননি, তা প্রমাণ হয়ে গেল তৃণমূল সুপ্রিমো বলতে ওঠার পরই।
মমতার কথায়, “অভিষেক যা বলেছে সেটাই অ্যাকচুয়ালি কারেক্ট। আমি ওটাই মিন করতে চেয়েছি। আমি সবটা বলি না। ওঁরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না। আমি বলেছি, দুই তৃতীয়াংশ মেজরিটি তো থাকবেই। তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। এবার জামানত জব্দ করার পালা। বিজেপি-সিপিএম-কংগ্রেসের জামানত জব্দ করুন। বাংলার মাকে এগিয়ে যেতে দিন।”