দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) কালা কানুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার ডাকে আজ কলকাতায় আয়োজিত হল এক ঐতিহাসিক গণঅবস্থান। ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকার রক্ষার দাবিতে শহরের বুকে এদিনের জমায়েতে রাজ্যের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে।
গণঅবস্থানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব। তিনি এই ওয়াকফ সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করে বলেন, “এই কালা কানুন সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ও সম্পত্তির উপর সরাসরি আঘাত। একে রুখতেই হবে।”
জমিয়তের কর্মী ও সমর্থকদের মতে, এদিনের জনসমাগম এতটাই বিশাল ছিল যে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সভা অনুষ্ঠিত হলে তাও ছোট পড়ে যেত। তারা মাওলানা চৌধুরীর কাছে জোরালোভাবে দাবি তোলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যেন ব্রিগেডে আরও বড় মাপের সমাবেশ ডাকা হয় এই কালা আইন প্রত্যাহারের দাবিতে।
এদিনের গণঅবস্থানে শহর কার্যত স্তব্ধ হয়ে যায়। জনচাপ এবং প্রতিবাদের ধাক্কায় রাজ্য সরকারের পক্ষ থেকে জরুরি বার্তা আসে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবকে ফোনে জানানো হয়, পশ্চিমবঙ্গে এই নতুন ওয়াকফ আইন কার্যকর করা হবে না।
এই ঐতিহাসিক গণঅবস্থানে শুধু মুসলিম সম্প্রদায়ই নয়, উপস্থিত ছিলেন শিখ ধর্মের সর্দার, খ্রিস্টান ধর্মগুরু সহ বহু বিশিষ্ট ব্যক্তি। তাঁরা সকলেই এক কণ্ঠে এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সম্প্রীতির বার্তা দেন।























