দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির দুরন্ত শতরানে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত জয় বিরাট ভারতের। ১০০ রানের ম্যাচ উইনিং ইনিংসের সৌজন্যে ৫টি বড় রেকর্ড গড়লেন কোহলি।
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সবথেকে দ্রুত ১৪ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। সচিনের ৩৫০ তম ইনিংস টপকে ২৮৭ ইনিংসে ১৪ হাজার রান করলেন কোহলি।
বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৪ হাজার রান করলেন বিরাট কোহলি। এর আগে ১৪ হাজার রানের নজির ছিল সচিন তেন্ডুলকর ও কুমারা সাঙ্গাকারার।
আইসিসি প্রতিযোগিতায় সবথেকে বেশিবার ৫০ বা তার বেশি স্কোর করা ব্যাটারদের তালিকাতেও শীর্ষ স্থানে উঠে এলেন কোহলি। সচিন ও বিরাট দুবারই ২৩ বার করে আইসিসি প্রতিযোগিতায় ৫০ বা তার বেশি রান করলেন।
নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৫১ তম শতরান করলেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে এই নজির গড়লেন বিরাট কোহলি।
একদিনের ক্রিকেটে এতদিন সবথেকে বেশি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টপকে গেলেন মহম্মদ আজহারউদ্দিনের ১৫৬ ক্যাচের নজির। বর্তমানে কোহলির ক্যাচের সংখ্যা ১৫৭।