বিশেষ প্রতিবেদন, দক্ষিনবঙ্গ সংবাদ: নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেস এ আক্রান্ত বৃদ্ধকে নিয়ে মালদা টাউন জিআরপিতে অভিযোগ দায়ের করল তৃণমূলের প্রতিনিধি দল।
গত ৫ই মার্চ নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসে চড়ে মালদায় প্রতিবেশি মহিলাকে নিয়ে চিকিৎসা করতে যাচ্ছিলেন মফিকুল ইসলাম নামে এক মধ্যবয়স্ক ব্যক্তি। তার বক্তব্য, মোবাইল সম্পর্কে তিনি সম্পুর্ণ অপারগ। সেইসময় কোনোরকম ভাবে তার মোবাইলের ক্যামেরা অন হয়ে যায় এবং দীর্ঘক্ষন মোবাইলের ক্যামেরা অন থাকার ফলে পাশের সিটে বসে থাকা এক তরুণীর কিছুটা ভিডিও ক্যামেরাবন্দী হয়। এর ফলে আচমকায় তিনি ওই বৃদ্ধর উপর চড়াও হয়, অকথ্য ভাষায় গালিগালাজ এবং এলোপাতাড়ি চড় মারতে থাকে ওই বৃদ্ধকে। পাশাপাশি ধর্মকে সামনে রেখে একাধিক কটুক্তি করতে থাকে ওই তরুণী।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল, নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা গিয়েছে ওই বৃদ্ধর নাম মফিকুল ইসলাম, ফারাক্কার ভবানীপুরের বাসিন্দা তিনি।
ওই তরুণীর পরিচয় ও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, জানা গিয়েছে ওই তরুণীর নাম পিয়ালি হাজরা, মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের বাসিন্দা তিনি।
এই ঘটনায় মালদা টাউন জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করলেন আক্রান্ত মফিকুল ইসলাম। এদিন তার সঙ্গে ছিলেন ফারাক্কার বিধায়ক সহ জেলা তৃণমূল নেতৃত্ব।
ফারাক্কার বিধায়ক মফিকুল ইসলাম বলেন যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, একজন বাবার বয়সী বৃদ্ধর সঙ্গে ট্রেনের মধ্যে যে আচরন করেছেন ওই তরুণী তা অত্যন্ত নিন্দনীয়, প্রশাসন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক।























