নিজস্ব সংবাদদাতা’ হাওড়া: রমজান শুরু হতেই আকাশ ছোঁয়া ফলের দাম। গত কয়েক দিনের তুলনায় রমজান মাসের শুরুতেই ফলের দাম অনেকটাই বেশি। ফল কিনতে গিয়ে পকেটে টান মধ্যবিত্তের। রবিবার শুরু হয়েছে রমজান মাস। সারা দিন ধরে উপবাস সেরে সন্ধ্যায় ফল খেয়েই উপবাস ভঙ্গ করেন মুসলিম ধর্মাম্বলি মানুষরা। রমজান মাসের শুরুতেই ফলের দাম যেভাবে ঊর্ধ্বমুখী তাতে মধ্যবিত্তের পক্ষে ফলের দিকে হাত বাড়ানোটাই মুশকিলের হয়ে উঠেছে।হাওড়া আমতা,বাগনান, উলুবেড়িয়া, শ্যামপুর সর্বোত্তই একই চিত্র।
কয়েকদিন আগে যেখানে কলার দাম ছিল ডজন প্রতি ৩০- ৪০ টাকা, সেখানে এখন দাম বেড়ে হয়েছে ৬০-৭০ টাকা প্রতি ডজন। দিন সাতেক আগে কেজি প্রতি আপেলের দাম ছিল ১০০-১৫০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ২০০-২৫০ টাকা। আঙুর আগে ছিল ৮০-৯০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা কেজী। কেজি প্রতি শসা এখন বিকোচ্ছে ৪০-৫০ টাকায়। মুসাম্বি লেবুর এক একটির দাম পৌঁছেছে ১২ টাকা,একটি পাতিলেবুর দাম ৫-৬ টাকা। অন্যান্য ফলের দামের অবস্থাও তথৈবচ। দাম বেশি থাকার জন্য বিক্রিতেও টান পড়েছে।
আমতার বাসিন্দা সফিকুল খান বলেন, রমজান মাস শুরু হতেই যদি এই অবস্থা হয় এখন পুরো একমাস বাকি তাহলে কোথায় দাম যাবে। কয়েকদিন আগে ফলের দাম যা ছিল এখন প্রত্যেকটা ফলের প্রতি কেজিতে দাম বেড়েছে। ফল কিনতে গিয়ে পকেটে টান পড়ছে। আমতার ফল ব্যবসায়ী রাজু বলেন , আগের থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে হচ্ছে আমাদের। কারণ এখন পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে অন্য রাজ্য থেকে ফলের গাড়ি আনতে খরচও বাড়ছে। রমজানের সময়ে চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় লাফিয়ে লাফিয়ে ফলের দাম বাড়তে থাকে বলেও জানাচ্ছেন ফল ব্যবসায়ীরা।



















