৩৩ বছর পর আবারো রমজানে ফুরফুরার ইসালে সওয়াব।
দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩৩ বছর পর আবারো রমজানে ফুরফুরার ইসালে সওয়াব
আগামী ৬ই মার্চ থেকে ফুরফুরা শরীফে শুরু হয়ে যাবে ভারত তথা এশিয়া বিখ্যাত ঐতিহাসিক ইসালে সওয়াব, শেষ হবে ৮ই মার্চ। প্রায় ৩৩ বছর পর এই মাহফিল পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হতে চলেছে, ফুরফুরা শরীফের বর্তমান পীরজাদারা জানাচ্ছেন’ এবারে ইসালে সওয়াবে প্রায় ৪০-৫০ লক্ষ মানুষের সমাগম হবে।
ঈসালে সওয়াবে আগত ধর্মপ্রাণ মানুষের জন্য সেহেরী’ ইফতার ও তারাবিহ নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে দরবার শরীফের পক্ষ থেকে। বাংলাদেশ’আসাম’ ত্রিপুরা সহ উপমহাদেশের বহু মানুষ এতে অংশ নেবেন আত্মশুদ্ধির উদ্দেশ্যে।
জানা যায়, ১৮৯১ সালে মোজাদ্দেদে জামান ফুরফুরা শরীফের পীর আল্লামা শাহ আবু বক্কর সিদ্দিকী ( দাদা হুজুর সহঃ)
মাত্র আড়াইশো বাতাসা দিয়ে এই ঐতিহাসিক মাহফিল শুরু করেছিলেন, যা আজও সগৌরবে চলে আসছে। মানবকল্যাণে দাদা হুজুরের অবদান অনস্বীকার্য, বিশেষ করে শিক্ষা ও জনহিতকর কাজে তার ভূমিকা অনবদ্য।
এই ঈসালে সওয়াবে সমগ্র মানবজাতির কল্যাণের জন্য বিশেষ করে দোয়া করা হয়। এই মাহফিল থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দেয়া হয়’ পাশাপাশি শান্তি এবং সম্প্রীতির আহব্বান জানান ফুরফুরা শরীফের পীরজাদারা এবং মাহফিলে আগত বিশিষ্ট অতিথিরা। ইতিমধ্যেই এই ইসালে সওয়াব কে কেন্দ্র করে ফুরফুরা শরীফের বিভিন্ন দর্শনীয় স্থান থেকে শুরু করে অলিগলি সমস্ত কিছুই সেজে উঠেছে।
























