দক্ষিনবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদে বিশৃঙ্খলা সামলাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি। সেই দাবি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবারই বিকেল ৪.৩০ নাগাদ হাইকোর্টের স্পেশাল বেঞ্চ বসছে তাঁর আবেদনেপ শুনানি করতে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে শুনানি হবে।
ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামানো-সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন শুভেন্দু। তাঁর আইনজীবীরা প্রধানবিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তার জেরেই শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ বসিয়ে শুনানি হচ্ছে শুভেন্দুর আবেদনের। বলা হয়েছে, শুধু মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্যে যে পরিস্থিতি, তা সামলাতে অক্ষম রাজ্য পুলিশ ও সরকার। কোনও পদক্ষেপই করেনি তারা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া গতি নেই।