দক্ষিনবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হুমায়ুন হুঙ্কার দিয়ে বলেছিলেন, শুভেন্দুকে তিনি মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না। তিনি জাতীয় সড়ক ধরে যাওয়ার চেষ্টা করলে ভরতপুর থেকেই তাঁকে রানাঘাটের দিকে পাঠিয়ে দেবেন। বিজেপি পাল্টা চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করেছে, আগামী ১৩ এপ্রিল শুভেন্দুকে মুর্শিদাবাদ জেলায় নিয়ে গিয়ে তারা কর্মসূচি করবে। সেই প্রসঙ্গে হুমায়ুন মঙ্গলবার বলেন, ‘‘এখন এ সব কিছু বলব না। ১৩ তারিখ আসুক, তার পর দেখা যাবে।’’
মঙ্গলবার বিধানসভার অলিন্দে হুমায়ুন এবং নওশাদকে কথা বলতেও দেখা যায়। দু’জনেই হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন। তার পর হুমায়ুন বলেন, ‘‘এটাই সৌজন্য। বিধানসভা ভবনের অভ্যন্তরে আমরা সবাই এক। আমরা বিধায়ক।’’

















