দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৭ই মার্চ সোমবার ফুরফুরায় আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি খতিয়ে দেখতে ফুরফুরায় রাজ্য পুলিশের কর্তারা।
সুত্র মারফত জানা যাচ্ছে আগামী ১৭ ই মার্চ সোমবার ফুরফুরা শরীফে আসতে পারেন মুখ্যমন্ত্রি, এবং ফুরফুরায় একটি ইফতার মাহফিলে যোগ দেবেন মমতা বন্ধোপাধ্যায়, এদিন তারই শেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, ফুরফুরার ধোনপোতায় মুসাফির খানা নামে একটি সরকারি ভবনে আয়োজিত ইফতার মজলিসে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন ওই ইফতার মজলিসের শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে, মুসাফির খানার মধ্যেই মঞ্চ বাধার কাজ একেবারে শেষ পর্যায়ে। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে পীরজাদাদের অভিযোগের মধ্যেই আচমকাই মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, তৃণমূল সরকারের আমলে এটা নিয়ে তৃতীয় বার মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ সফর হতে চলেছে। ইতিপূর্বে ২০১২ সালে একবার এবং ২০১৬ সালে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরিফে এসেছিলেন। তিন দিনের ঐতিহাসিক ইসালে সওয়াবে ফুরফুরা শরীফে সরকারি পরিষেবা নিয়ে পীরজাদাদের মধ্যে মতবিরোধ দেখা গিয়েছিল, পীরজাদা দের কারো কারো দাবি ছিল মুখ্যমন্ত্রী স্বয়ং ফুরফুরা শরীফে এসে সমস্ত বিষয়টি খতিয়ে দেখুক, পাশাপাশি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন ভাঙ্গরের বিধায়ক তথা ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী, সূত্র মারফত জানা যাচ্ছে তিনি ও মুখ্যমন্ত্রী কে ফুরফুরায় আমন্ত্রন জানিয়েছিলেন। ফুরফুরা শরীফের উন্নয়ন পর্ষদ নিয়ে পীরজাদা দের বিস্তর অভিযোগ রয়েছে, উন্নয়ন পর্ষদের ভূমিকা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন পীরজাদারা।
জানা যাচ্ছে ইফতার মজলিস শেষে পীরজাদা দের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উন্নয়ন পর্ষদ এবং জেলা প্রশাসনের সঙ্গেও একপ্রস্থ বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ সফরকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এদিন এলাকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন জেলা এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা, তবে আদৌ কি মুখ্যমন্ত্রী আসছেন ফুরফুরা শরীফে? সে বিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে প্রশাসনিক আধিকারিকরা।























