দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্ম উল্লেখ করে রাজনৈতিক আক্রমণ। বঙ্গরাজনীতিতে ক্রমেই জোরাল হয়েছে এই জাতীয় হুমকি-হুঁশিয়ারি। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সরাসরি হুঙ্কার দেন, ‘১০ মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব। ‘ বুধবার এই কথার বিরোধিতা করে শুভেন্দুকে ক্ষমা চাওয়ার সময় বেঁধে দিলেন তৃণমূলের বিধায়ক হুমায়ূন কবীর।
হুমায়ূন বলেন, শুভেন্দু অধিকারী বিধানসভার সম্মাননীয় বিরোধী দলনেতা কিন্তু তিনি তাঁর সীমা লঙ্ঘন করতে পারেন না। তাঁর সীমা লঙ্ঘন করা মোটেই উচিত নয়। হুমায়ুন বলেন, ‘আমি শুভেন্দু অধিকারীকে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক আপনাকে বুঝে নেবে’ হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।