দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার পর ভোট মিটতে ফের তৃণমূলে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার সেই রাজীব দেখা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজ সকালে কল্যাণের বাড়িতে যান রাজীব। কল্যাণের দাবি, রাজীব বলেছেন ভুল হয়েছে, ক্ষমা করে দাও। অন্যদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টিকে সৌজন্য সাক্ষাত বলেই দাবি করেছেন। দাদা কল্যাণ তাঁকে জড়িয়ে ধরেছেন।
একুশের নির্বাচনের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, হুগলির প্রবীর ঘোষাল-সহ বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। বিজেপির প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন রাজীব-প্রবীর দুজনেই।
মোহভঙ্গ হওয়ায় অনেক আগেই ঘর ওয়াপসি হয়েছিল রাজীবের। সম্প্রতি দলনেত্রীর হাত ধরে আবারও তৃণমূলে ফিরেছেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল।
রাজীব তৃণমূলে ফেরায় তার বিরুদ্ধে ডোমজুড়ে তৃণমূল কর্মীরদের বিক্ষোভ পোস্টারিং হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় রাজীবের দলে ফেরা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। পরিস্থিতি এমন দাঁড়ায় নিজের জায়গায় রাজীব কোণঠাসা হয়ে পড়েন। তাকে দল দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেয়। তারপর ২৪ এর লোকসভা ভোট যায়। তবু কিছুতেই কল্যাণ ও রাজীবকে এক মঞ্চে এক অনুষ্ঠানে দেখা যায়নি। বলা ভালো রাজীবের সঙ্গে দূরত্ব রেখে চলছিলেন শ্রীরামপুর সাংসদ। শ্রীরামপুর লোকসভার মধ্যেই রয়েছে ডোমজুড় বিধানসভা। সেখানের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীরা রাজীবের বিরুদ্ধে সরব হন। দলের অসময়ের কর্মীদের পাশে দাঁড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর অনেক সময় গেছে। অবশেষে দুজনের সম্পর্কের বরফ গলল।