দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য রাজনীতিতে পা রেখেছেন। আর গোড়াতেই বিপত্তি ঘটল। তামিলনাড়ুতে অভিনেতা ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হলেন বহু। শনিবার রাত ৯টা পর্যন্ত যে হিসেব সামনে এসেছে, তাতে শিশু-সহ ৩৩ জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলছে। আহত হয়েছেন বহু মানুষ। এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি তামিলনাড়ুতে। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হল, তা নিয়ে একাধিক তত্ত্ব সামনে আসছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা সঙ্কটজনক। নিহতদের মধ্যে ১০ মহিলা।
আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। DMK-কে উৎখাত করে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন বিজয়। নিজের দল Tamilaga Vettri Kazhagam-এর হয়ে জোর কদমে প্রচার চালাচ্ছেন তিনি। শনিবার সেই মতো কারুরে বিরাট জনসভার আয়োজন হয়েছিল। সেখানে বিজয় এসে পৌঁছতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বহু মানুষ পদপিষ্ট হয়ে যান। শিশুরাও নিখোঁজ হয়ে যায় বলে খবর আসে। মাঝপথে বক্তৃতা থামিয়ে দিতে হয় বিজয়কেও।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার দুপুরে জনসভায় পৌঁছনোর কথা ছিল বিজয়ের। কিন্তু কয়েক মিনিট বা এক-দু’ঘণ্টা নয়, একেবারে ছ’ঘণ্টা দেরিতে জনসভায় পৌঁছন তিনি। অধীর আগ্রহে তাঁর জন্য অপেক্ষা করছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। অভিনেতার দর্শন পাওয়া মাত্র ভিড় বেসামাল হয়ে পড়ে। আর তাতেই বিপদ ঘটে যায়। বহু মানুষ জ্ঞান হারান। অসুস্থ হয়ে পড়েন অনেকে। প্রিয়জনের খোঁজ মিলছিল না।
এমন পরিস্থিতিতে মাঝপথে বাসের মাথায় উঠে বক্তৃতা করা বিজয় থামতে বাধ্য হন। প্রচারের বাসের মাথা থেকে দলের লোকজন জলের বোতল ছুড়তে শুরু করেন বিজয়। জলের বোতল পেতে, অভিনেতার কাছে পৌঁছতে এর পর মানুষজন ওই বাসের দিকে ছুটে যান। তাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বলে খবর।
এত মানুষের ভিড় জমেছিল যে অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঢুকতে পারছিল না ওই সভাস্থলে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ ও প্রশাসনকে। প্রশাসনের দাবি, ১০ হাজার মানুষের জমায়েতের অনুমতি ছিল। কিন্তু ৫০ হাজারের বেশি মানুষ সেখানে ভিড় করেছিলেন। AIADMK নেতা ই পালানিস্বামী জানিয়েছেন, ২৯ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। তাঁর মন্ত্রীদের কয়েকজন ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন। স্ট্যালিনও সেখানে পৌঁছতে পারেন বলে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে কারুরের পরিস্থিতি ভয়াবহ। এখনও প্রিয়জনের খোঁজ পাননি অনেকে। নিখোঁজদের খুঁজে বের করতে পুলিশ ও প্রশাসনের সাহায্য় প্রার্থনা করেছেন খোদ বিজয়।




















