দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের ১৮টি জেলায় নেমে আসে এই প্রাকৃতিক দুর্যোগ। মৌসম ভবন জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আর সে কারণে রাজ্য জুড়ে সতর্কতাও জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি জেলা প্রশাসনগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারগুলি যাতে দ্রুত ক্ষতিপূরণ পায়, জেলাগুলিকে তার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। এমনকি কোন জেলায় কত প্রাণহানি, সম্পত্তির ক্ষয়ক্ষতি, ফসলের কত ক্ষতি হয়েছে, তার তথ্য সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের জেরে ১৮টি জেলায় প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যে ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে। তার মধ্যে কাসগঞ্জ এবং ফতেপুরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এই দুই জেলার প্রতিটিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মেরঠ এবং অরাইয়ায় চার জন করে মারা গিয়েছেন। বুলন্দশহর, গৌতমবুদ্ধ নগর, কানপুর নগর, কনৌজ এবং এটায় তিন জন করে মারা গিয়েছেন। দু’জন করে মৃত্যু হয়েছে গাজ়িয়াবাদ, এটাওয়া, কানপুর দেহাতে। এক জন করে মারা গিয়েছেন ফিরোজ়াবাদ, আলিগড়, হাথরস এবং অমেঠীতে। এ ছাড়াও চিত্রকূট এবং অম্বেডকরনগরে এক জন করে মারা গিয়েছেন।
মৌসম ভবন জানিয়েছে, পঞ্জাবের উপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল। যার জেরে ৬০-১০০ কিমি বেগে ঝড় এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে বৃষ্টি হয়েছে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে মধ্য উত্তরপ্রদেশ এবং তরাই অঞ্চলে।