দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগামে মঙ্গলবার দুপুর। পর্যটকদের টার্গেট করে নৃশংস জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল উপত্যকা। জঙ্গিদের গুলিতে পরপর লুটিয়ে পড়েছিলেন পর্যটকদেরা। সেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল গোটা কাশ্মীর উপত্যকায়, গোটা দেশে। তার ঠিক ঘণ্টা দু’য়েক পরে কাশ্মীরের মসজিদগুলি থেকে বিশেষ বার্তা ছড়িয়ে দেওয়া হয়। কী ছিল সেই বার্তায়?
কাশ্মীরে এই জঙ্গি হামলার কড়া নিন্দা জানানো হয়েছিল মসজিদগুলি থেকে। জম্মু-কাশ্মীরের শান্তি ও ঐক্য নষ্ট করতেই এই হামলা ঘটানো হয়েছে বলে জানানো হয়েছে ওই বার্তায়। নমাজের সময়ে যে মাইক ব্যবহার করা হয়, সেই মাইক ব্যবহার করেই এই বার্তা দেওয়া হয়েছে।
কাশ্মীরের ধর্মীয় নেতারা নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। যারা এই হামলার জন্য দায়ী, তাদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। মঙ্গলবারের হামলায় ঘটনা ইসলামের অপমান করা হয়েছে বলে দাবি তুলেছে কাশ্মীরের মসজিদগুলি। তাদের দাবি, এই জঘন্য ঘটনা ইসলাম এবং মানবতার মর্যাদা নষ্ট করেছে। বারামুলা এবং শ্রীনগরে স্থানীয়রা রাস্তায় নেমে মিছিল করে এই ঘটনার বিরোধিতা করেছেন।
পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় জম্মুতেও সার্বিক প্রতিবাদ লক্ষ্য করা গিয়েছে। প্রায় সব দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও, রিয়াসি, উধমপুর, কাটরা, কাঠুয়া এবং সাম্বাতেও প্রতিবাদ হয়েছে।
জঙ্গি হামলার ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে জম্মু-কাশ্মীর সরকার। নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা হয়েছে। যাঁরা গুরুতর আহত তাঁদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা এবং যাঁরা আহত তাঁদের জন্য ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করা হয়েছে।