দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পারিবারিক কলহ, পরকীয়ার এক মর্মান্তিক পরিণতি। উত্তর প্রদেশের বাগপতে নিজের বাবাকেই ধারালো অস্ত্রে খুন করল ছেলে। শুধু তাই নয়, খুন করা মৃতদেহ কাছের জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। এমনটাই রবিবার জানিয়েছে পুলিশ।
পারিবারিক কলহ, পরকীয়ার এক মর্মান্তিক পরিণতি। উত্তর প্রদেশের বাগপতে নিজের বাবাকেই ধারালো অস্ত্রে খুন করল ছেলে। শুধু তাই নয়, খুন করা মৃতদেহ কাছের জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। এমনটাই রবিবার জানিয়েছে পুলিশ।
বাগপতের অতিরিক্ত পুলিশ সুপার এনপি সিং বলেন, “বাসুদ গ্রামের বাসিন্দা ঈশ্বর শ্রমিক হিসেবে কাজ করতেন এবং শুক্রবার সন্ধ্যায় তার ছেলে তাকে গলা কেটে খুন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং নিহতের ছেলে নিজেই অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে”।
তবে তদন্তকারীরা সন্দেহ করেছিলেন যে ভুক্তভোগীর ঘনিষ্ঠ কেউ জড়িত। বেদপালকে ঘিরে সন্দেহ বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, যার ফলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ সুপার এনপি সিং আরও বলেন, সে অপরাধ স্বীকার করে এবং কী উদ্দেশে এই কাজ করেছে তা জানিয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।