দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজস্থানে শিউরে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। ছেলের মা হতে না পারায় ১৭ দিনের কন্যাসন্তানকে জলের ট্যাঙ্কে ফেলে দিলেন মা। জলের ট্যাঙ্কে খাবি খেয়ে মুহূর্তে শেষ হয়ে যায় ছোট্ট প্রাণ। রাজস্থানের ঝুনঝুনুর ঘটনা।
কোতোয়ালি স্টেশন হাউজ অফিসার নারায়ণ সিং জানান, আছকি দেবী নামে ২২ বছরের ওই তরুণী তাঁর সদ্যোজাত মেয়েকে জলের ট্যাঙ্কে ফেলে মেরে ফেলেন। এই ঘটনায় আছকির স্বামী থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে আছকিকে সোমবার গ্রেপ্তারও করা হয়। আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা জানান, তাঁর ছেলে চাই। কিন্তু কন্যা সন্তানের জন্ম দেওয়ায় হতাশ তিনি। সে কারণেই মেয়েকে জলের ট্যাঙ্কে ফেলে ট্যাঙ্কের মুখ বন্ধ করে দেন।
মনোবিদরা জানাচ্ছেন, অনেক ক্ষেত্রেই মহিলাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পারিবারিক একটা চাপ থাকে। অনেক ক্ষেত্রেই স্বামী, শ্বশুর, শাশুড়ি নাতির মুখ দেখতে চান। আবার অনেক সময় যিনি মা, তাঁরও সন্তান নিয়ে বিশেষ পছন্দ থাকে। তবে মনোবিদদের কাছে সিংহভাগ কেসই আসে, যেখানে মহিলারা জানান, স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোকজন পুত্র সন্তানের মুখ না দেখলে তাঁকে বিপদে পড়তে হবে। আবার এমনও হয়, ছেলে না হওয়ায় নানা ভাবে গঞ্জনা, নির্যাতনের শিকার হতে হয় মাকে। তবে এ ক্ষেত্রে অসহায়তা, অশিক্ষা, সামাজিক ট্যাবু নাকি মনের কোনও গভীরে অন্ধকার অনুঘটকের কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটি শুধু ভয়াবহই নয়, নৃশংসও।























