দক্ষিনবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাওড়া স্টেশন থেকে রেল পুলিশের হাতে বাজেয়াপ্ত আড়াই কোটি টাকা বিদেশি মুদ্রা।
হাওড়ার রেলওয়ে সুরক্ষা বাহিনীর ক্রাইম ইন্টেলিজেন্স শাখা হাওড়া রেলওয়ে স্টেশনে হেমন্ত কুমার পান্ডে নামে এক সন্দেহভাজনকে আটক করে তার কাছ থেকে ২৮৯,০০০ মার্কিন ডলার এবং ৫২,৫০০ সৌদি রিয়াল এবং ৬০০ সিঙ্গাপুর ডলার মূল্যের অঘোষিত বিদেশী মুদ্রা উদ্ধার করলো রেল পুলিশ।
রেল সুত্রে জানা গিয়েছে গোরক্ষপুর থেকে কলকাতার উদ্দেশ্যে অবৈধ বিদেশী মুদ্রা নিয়ে আসছিল এক ব্যক্তি । গোপন সূত্র খবর পেয়ে হাওড়া স্টেশনে ওই ব্যক্তিকে বিদেশি মুদ্রা সমেত আটক করে রেল পুলিশ। পাটনা-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেসের নজরদারিতে তৎপর ছিল রেল পুলিশের। ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের পরিদর্শনের সময়, আবহাওয়া আর্দ্র এবং গরম থাকা সত্বেও একজন ব্যক্তিকে জ্যাকেট পরা অবস্থায় দেখতে পাই রেল পুলিশ। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নামানো হয় হাওড়া স্টেশনে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম হেমন্ত কুমার পান্ডে। সে বিদেশী মুদ্রা নিয়ে আসার কথা স্বীকার করে কিন্তু কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
সেই অনুযায়ী, তাকে হেফাজতে নেয় রেল পুলিশ। পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তার ব্যাগ এবং কোমরের থলি থেকে বৈদেশিক মুদ্রার প্যাকেট উদ্ধার করা হয়েছে। মোট অঘোষিত বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ২৮৯,০০০ মার্কিন ডলার, সৌদি রিয়াল ৫২,৫০০ এবং সিঙ্গাপুর ডলার ৬০০, যার ভারতীয় মুদ্রায় আনুমানিক মোট মূল্য ২,৬০,৯৯,৯০০ টাকা।
জিজ্ঞাসাবাদে, সে জানায় যে, সে গোরক্ষপুরের একজন বৈদেশিক মুদ্রা অপারেটরের কাছ থেকে বৈদেশিক মুদ্রা পেয়েছিল এবং কলকাতার পার্ক স্ট্রিটে তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে।
উদ্ধারকৃত বিদেশী মুদ্রা এবং আটক ব্যক্তিকে আরও তদন্তের জন্য হাওড়ার কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে রেল সূত্রের খবর।


















