দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিযোগ, গত রবিবার দুবাইয়ে ক্রিকেট ম্যাচ চলাকালীন ভারতীয় দলের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন তিনি। সমর্থন করেছিলেন পাকিস্তানকে। সেই অপরাধে এ বার বিজেপিশাসিত মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে প্রশাসনিক রোষে পড়লেন এক ব্যবসায়ী।
মালওয়াঁ পুরসভার বাসিন্দা কিতাবউল্লা হামিদুল্লা খান নামে ওই ৩৮ বছরের ব্যবসায়ী এবং তাঁর পরিবারের সদস্যদের মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাঁর দোকানটিও! সিন্ধুদুর্গের বিজেপি বিধায়ক নীলেশ রানের অভিযোগের ভিত্তিতেই মালওয়াঁ পুরসভা এবং পুলিশ এই পদক্ষেপ করেছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের পুত্রে নীলেশ নিজেই সমাজমাধ্যমে কিতাবউল্লার দোকানে বুলডোজ়ার চালানোর ছবি ও ভিডিয়ো (যার সত্যতা দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল যাচাই করেনি) পোস্টগ করেছেন।
গত নভেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কোনও ব্যক্তি অপরাধী হলেও তাঁর সম্পত্তিতে বুলডোজ়ার চালাতে পারে না পুলিশ-প্রশাসন। এ ক্ষেত্রে সেই নির্দেশকে সম্পূর্ণ রকম ভাবে উপেক্ষা করে অভিযুক্ত ওর বাড়িতে বুলডোজার চালিয়েছে মালওয়াঁ পৌরসভা।



















