দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাওড়ায় রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধকে ঘিরে আইএসএফ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে অসুস্থ পুলিশ কর্মী, গ্রেফতার চার আইসিএফ কর্মী।
এদিন রাস্তা সারায়ের দাবি তুলে হাওড়া ইস্ট ওয়েস্ট বাইপাস অবরোধ করে isf কর্মী সমর্থকেরা, অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় ওই রাস্তায়, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্থি শুরু হয়ে যায় ISF কর্মী সমর্থকদের, ধাক্কাধাক্কির ফলে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান টিকিয়াপাড়া তদন্তকেন্দ্রের ওসি মির্জা আলী, তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই ঘটনায় ৪জন ISF কর্মীকে গ্রেফতার করে পুলিশ, ISF এর পক্ষ থেকে ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার করে দাবী করা হয় শান্তিপূর্ণ অবরোধে পুলিশ দমন পিড়ন চালিয়েছে, জোরপূর্বক তাদের কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।























