আক্তারুল খান, উলুবেড়িয়া: থ্যালাসেমিয়া মুক্ত সুন্দর পৃথিবীর সঙ্কল্পে শ্যামপুরের ঘূঘুবেশিয়া হাইস্কুলে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির হলো। রক্তদান আন্দোলনের কর্মীদের সংগঠন রক্তকরবী-র আহ্বানে ও ঘুঘুবেশিয়া হাইস্কুলের ব্যবস্থাপনায় থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করালো ১০০ জন। বিদ্যালয়ের পড়ুয়ারা ছাড়াও থ্যালাসেমিয়া পরীক্ষা করান এলাকার যুবক-যুবতীরাও। থ্যালাসেমিয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতায় মিছিল হয় এদিন। সচেতনতা বৃদ্ধিতে থ্যালাসেমিয়া ও বাল্যবিবাহ প্রতিরোধের এবং মানসিক স্বাস্থ্য ও শিশু শ্রমের ওপর আলোচনা সভা হয়। আলোচনা করেন শ্যামপুর ২ নং ব্লকের জয়েন্ট বিডিও মৃণালকান্তি বেরা, মনোরোগ বিশেষজ্ঞ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভ. মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিটের ডা: রূপ কল্যাণ, রক্তকরবীর সম্পাদক শাশ্বত পাড়ুই, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ বেরা, আমড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি মাইতি, উপপ্রধান জয়ন্ত পাত্র, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন চন্দ্রিমা চক্রবর্তী, বিদ্যালয় পরিদর্শক মধুরিমা দাস, জনস্বাস্থ্য সঞ্চালক কাজী মহম্মদ মেহেবুব সহ স্বাস্থ্য প্রশাসনের ব্যক্তিত্ব ও বিশিষ্টরা। আলোচনা সভা পরিচালনা করেন শিক্ষক রাকেশ মণ্ডল ও বাসন্তী বেরা।
আলোচকরা বলেন, বাল্যবিবাহ বেড়ে চলার সঙ্গে অজান্তেই নতুন থ্যালাসেমিয়া আক্রান্তের জন্ম হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে শিশু শ্রমিক। বই পড়া ও লাইব্রেরিতে পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে সচেতনতার ওপর জোর দেন আলোচকরা।