দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাওড়া ডাম্পিং সাইটের চাপ কমাতে বিশেষজ্ঞদের পরামর্শে পদক্ষেপ, বায়ো মাইনিং ও বিকল্প জায়গা নিয়ে আলোচনায় প্রশাসন
হাওড়ার ডাম্পিং সাইটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় হল জেলা প্রশাসন। অতিরিক্ত বর্জ্যের কারণে সাইটের উচ্চতা বৃদ্ধি এবং তার ফলে তৈরি হওয়া চাপ কমাতে একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জেলা শাসক ডঃ পি. দীপাপ প্রিয়া, আই.এ.এস-এর নেতৃত্বে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল, ইঞ্জিনিয়ারিং বিভাগের শীর্ষ আধিকারিক, কেএমডিএ এবং স্থানীয় বিধায়ক।
পাইলিং করে চাপ মুক্তির পথে প্রশাসন, আগামীকাল থেকেই কাজ শুরু
বিশেষজ্ঞদের মতে, ডাম্পিং সাইটের উচ্চতা বৃদ্ধির ফলে নিচের স্তরে অতিরিক্ত চাপ (প্রেসার) তৈরি হয়েছে। সেই চাপ কমানোর জন্য অস্থায়ীভাবে ২-৩টি পয়েন্টে পাইলিং করে প্রেসার রিলিজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, আগামীকাল থেকেই কেএমডিএ পাইলিং-এর কাজ শুরু করবে। মূলত, মাটির গভীরে নির্দিষ্ট স্থানে ফাঁকা জায়গা তৈরি করে চাপ সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি, সাইটের আশপাশে থাকা বসত বাড়িগুলি যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য ওই বাড়িগুলি স্থানান্তরের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
বায়ো মাইনিং-এর গতি বাড়াতে জোর, ফ্রেশ ওয়েস্টের বিকল্প ব্যবস্থা খতিয়ে দেখছে কর্পোরেশন
ডাম্পিং সাইটে আগে থেকেই জমে থাকা বর্জ্য দ্রুত সরানোর লক্ষ্যে বায়ো মাইনিং-এর কাজ আরও দ্রুততার সঙ্গে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিছু অংশে উচ্চতা কমানো সম্ভব হলেও, বিশেষজ্ঞদের মত, একাধিক স্থানে এখনও অতিরিক্ত চাপ রয়ে গিয়েছে।
ফ্রেশ ওয়েস্ট ফেলা বন্ধ করে বিকল্প জায়গা নির্ধারণের বিষয়েও আলোচনা চলছে। কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, থার্ড ফেজে এখনও কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। তবে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে অন্য কোনও উপযুক্ত স্থান চিহ্নিত করা হচ্ছে। পাশাপাশি, হাউস-হাউস এগ্রিগেশন প্রক্রিয়া কীভাবে আরও কার্যকরী করা যায়, সেই পরিকল্পনাও আলোচনায় উঠে এসেছে।
চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এখনও পরিকল্পনার স্তরেই প্রশাসন
বৈঠকে থাকা প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, ‘‘এখনও পর্যন্ত কোনও স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হয়নি। সমস্ত বিষয় খতিয়ে দেখে পরিকল্পনার স্তরে আলোচনা চলছে। ডাম্পিং সাইটের অতিরিক্ত চাপ কমানো এবং ফ্রেশ ওয়েস্টের জন্য সঠিক বিকল্প ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’’
প্রশাসনের এই পদক্ষেপ কার্যকর হলে ডাম্পিং সাইট ঘিরে বর্তমান সমস্যাগুলি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখার দিকেও কড়া নজর রাখা হচ্ছে।