চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় ঘরে বাইরে সমালোচনার ঝড় পাক ক্রিকেট দলকে নিয়ে। বাবর-রিজ়ওয়ানদের মুন্ডপাত করতে ছাড়ছেন না প্রাক্তন ক্রিকেটাররা। এরই মধ্যে নতুন বিতর্ক। ফের একবার নিশানায় পাক ক্রিকেট বোর্ড। সঠিক ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা নিয়ে প্রশ্নের মুখে পিসিবি।
মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। ‘বি’ গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল হওয়ায় পাল্টে গিয়েছে অনেক হিসেব-নিকেশ। কিন্তু ম্যাচ আয়োজনেই ভুল ছিল পিসিবির, এমনটাই দাবি করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
বৃষ্টির কারণে পিচ এবং পার্শ্ববর্তী অংশ ঢাকা ছিল। তবে দেখা গিয়েছে আউটফিল্ড ঢাকার কোনওরকম ব্যবস্থা নেই। ফলে রীতিমতো জল জমে যায় আউটফিল্ডে। বৃষ্টি কমলে খেলা শুরু হওয়ার যেটুকু সম্ভাবনা ছিল, সেটাও ভেস্তে যায় এই কারণেই। এখানেই পাক ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।
নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘এটা খুবই লজ্জাজনক বিষয় যে রাওয়ালপিন্ডির পুরো মাঠ ঢাকা হয়নি। কেউ বিষয়টা লক্ষ্যও করেনি। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে গেল এই অব্যবস্থার জন্য। আইসিসির থেকে পাওয়া অর্থ আদৌ সঠিক ভাবে ব্যবহার করেছে আয়োজকরা?’ শুধু লেখাই নয়, একটি ছবি পোস্ট করে বিষয়টা আরও স্পষ্ট ভাবে সবার নজরে এনেছেন কাইফ।
রাওয়ালপিন্ডিতে ম্যাচের অনেক আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩২ মিনিট পর্যন্ত শেষ সুযোগ ছিল খেলা শুরু হওয়ার। কিন্তু বিকেলে সাড়ে ৫টা নাগাদ আম্পায়াররা পরিস্থিতি দেখে জানিয়ে দেন খেলা শুরু করা যাবে না। ফলে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, দুই দল ১ পয়েন্ট করে পেয়েছে।























